Web Analytics

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারের প্রস্তুতিকালে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয় এবং অস্ত্রোপচার চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হামলার তীব্র নিন্দা জানান। তিনি উল্লেখ করেন, হাদি এর আগে একাধিকবার বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি পেয়েছিলেন। ফারুকী বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে। তিনি হাদির দ্রুত আরোগ্য কামনা করেন এবং বলেন, গোটা দেশ তার সুস্থতার প্রার্থনা করছে।

এদিকে, হামলাকারীদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাটি নির্বাচনী সহিংসতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!