বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দল ৩৫ বছর আগে উপজেলা পর্যায়ের আদালত তুলে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে নতুনভাবে আদালত সম্প্রসারণের প্রস্তাবে একমত হয়েছে। জরুরি অবস্থা চলাকালে মানবাধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাব এসেছে, তবে বিস্তারিত আলোচনা পরবর্তী সংসদে হওয়া উচিত। বিএনপি ঐকমত্য কমিশনের আলোচনায় আদালত সম্প্রসারণসহ দুটি প্রস্তাবে নীতিগতভাবে একমত হলেও কিছু সংযোজনের দাবি করেছে এবং হাইকোর্টের সঙ্গেও আলোচনা চায়।