মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বলপ্রয়োগের হুমকিকে বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য হিসেবে চিহ্নিত করে যেকোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছে ইরান। রয়টার্সের খবরে বলা হয়েছে, বিমান হামলার পরিবর্তে ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত করার ট্রাম্পের মন্তব্যকে উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এতে আরো লেখা হয়েছে, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষা করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।