ইসরাইলের কারাগারে ‘খেতে না দিয়ে’ ফিলিস্তিনি ১৭ বছর বয়সী কিশোর ওয়ালিদ আহমেদকে হত্যা করা হয়েছে। মেগিদ্দো কারাগারে ছয় মাস কোনো অভিযোগ ছাড়া কারাগারে ছিল সে। হঠাৎ করে পড়ে যাওয়ার পর মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওয়ালিদ। ওয়ালিদের পরিবারের সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে তার ময়নাতদন্ত করে ইসরাইল। আর ময়নাতদন্তটি প্রত্যক্ষ করেন চিকিৎসক ড্যানিয়েল সলোমন। তিনি জানিয়েছেন, ওয়ালিদ তীব্র পুষ্টিহীনতা, প্রদাহ, কোলনের সমস্যা ও স্ক্যাবিসে ভুগছিল। রয়টার্স বলছে, আহমেদের ওজন অস্বাভাবিক রকম কম ছিল এবং তার পেশী সরু হয়ে গিয়েছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।