Web Analytics

টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠেছে। দুপুরে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের জেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিল নিয়ে জেলার থানাপাড়া এলাকায় অবস্থিত জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে তারা। এরপর ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জলফৈই বাইপাসে মহাসড়ক অবরোধ করে। এসময় প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে জাতীয় পার্টির অফিস তারা ভাঙচুর করেনি জানিয়ে দলটির নেতা সাগর বলেন, ভিপি নুরকে অন্যায়ভাবে মব সৃষ্টি করে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করেছে। দেশে এখনও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির মধ্যে বিরাজমান। অতিদ্রুত আসামিদেরকে গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার না করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!