পাকিস্তানের বেলুচিস্তানের কালাত জেলা ও খাইবার-পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১০ জন ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এসব অভিযান চালানো হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। ডেরা ইসমাইল খানে অভিযানের সময় চক্রের নেতা দিলওয়ারসহ দুই সন্ত্রাসী নিহত হয়। দিলওয়ার একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে পাকিস্তানের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন এবং তার মাথার দাম ছিল ৪০ লাখ রুপি।
আইএসপিআর জানায়, নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর হামলায় জড়িত ছিল। একই দিনে বেলুচিস্তানের কালাত জেলায় পরিচালিত আরেক অভিযানে ফিতনা আল হিন্দুস্তান নামের সংগঠনের সঙ্গে যুক্ত আট সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর দাবি করে, এরা পাকিস্তানে ভারতীয় প্রক্সি হিসেবে কাজ করত। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর জানায়, এসব অভিযান পাকিস্তানের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হয়েছে।