জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে বলেন, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরাইলের ‘যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতি ঘোষণা করা উচিত। আরো বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলের হামলা একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে। এর ফলাফল ‘বিপর্যয়কর হতে পারে’। পারমাণবিক ইস্যুটি অবশ্যই ‘সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা’ প্রয়োজন বলেও মনে করেন চীনের দূত ফু কং।