Web Analytics

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক বছর আগে আত্মীয় দুই পক্ষ যৌথভাবে ১৮ শতক জমি ক্রয় করলেও দখল নিয়ে বিরোধ চলছিল। রবিবার সকালে এক পক্ষ জমির দখল নিতে গেলে অপর পক্ষের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই এরশাদুল হক (৪২) ও কুলছুম বেগম (৫০) নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান আলতাফ হোসেন (৫৫)। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে তিনজন নিহত হয়েছেন এবং তদন্ত চলছে, তবে এখনো মামলা হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!