হোলি আর্টিজান হামলা মামলার ২২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এতে সাত জঙ্গিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১৯ সালে বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল, যা হাইকোর্ট নৃশংসতা ও দেশের ভাবমূর্তি ক্ষতির বিবেচনায় আমৃত্যু কারাদণ্ডে রূপান্তর করে। ২০১৬ সালের ওই হামলায় জঙ্গিরা ২২ জনকে হত্যা করে, যাদের মধ্যে বিদেশিরাও ছিলেন। ওই রাতে মুক্তির অভিযানে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।