মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ দফা দাবি যৌক্তিক বলে স্বীকার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন। দাবির মধ্যে রয়েছে নিহত-আহতদের তথ্য প্রকাশ, ক্ষতিপূরণ, নিরাপত্তাব্যবস্থা সংস্কার এবং শিক্ষক লাঞ্ছনার জন্য ক্ষমা। শিক্ষার্থীদের ওপর সেনা সদস্যদের হামলার অভিযোগের প্রেক্ষিতে সরকার দুঃখপ্রকাশ করেছে এবং বিমান চলাচল নীতিতে পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছে। তথাপি আন্দোলন চলমান রয়েছে।