দুর্নীতি ও ব্যবস্থাপনার দোষে বন্ধ হয়েছে বেক্সিমকোর ১৪টি প্রতিষ্ঠান। এর দায় সরকারের ঘাড়ে নেওয়া ঠিক হবে না। সরকার টাকা দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখলে জনগণের টাকা ব্যয় হবে। এ টাকা অন্য খাতে ব্যয় করতে হয়। বিশেষ করে দেশের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার খাতে ব্যয় বেশি করতে হয়। তিনি আরও বলেন, বেক্সিমকোর বিষয়টি ছিল চ্যালেঞ্জ। বরং সরকার দায়িত্ব নিয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধের চেষ্টা করা হচ্ছে। গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে বলেছেন, প্রণোদনা দেওয়া হচ্ছে।