প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ জয় করে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় থাইল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ নারী দল। দেশে ফেরার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের জন্য আয়োজন করছে জমকালো সংবর্ধনা। গত রোববার রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা।
সাত দলের এই প্রতিযোগিতায় শিরোপা জয়ের পর সাবিনা, কৃষ্ণা ও সুমাইয়ারা পাচ্ছেন বিশেষ সংবর্ধনা। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম ‘আমার দেশ’কে জানান, খেলোয়াড়দের ইচ্ছামতো সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগের দুটি সাফজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল, এবারও খেলোয়াড়দের চাওয়া অনুযায়ী এমন আয়োজন হতে পারে।
এর আগে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পরও নারী দলকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবার ফুটসাল শিরোপা জয়ের মাধ্যমে বাংলাদেশ নারী ফুটবলে যুক্ত হলো আরেকটি ঐতিহাসিক অর্জন।