প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ জয়ীদের সংবর্ধনা দেন। এ বছর পদকপ্রাপ্ত রুবহানা রাকিব, নাবিলা ইদ্রিস, কল্পনা আক্তার ও ঋতুপর্ণা চাকমা নারী অধিকার, শ্রম অধিকার, মানবাধিকার ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হন। সংবর্ধনা অনুষ্ঠানে তারা ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানান এবং নির্বাচনের আগে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা হামলাকে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করে জানান, তিনি হাদির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। শ্রম অধিকারকর্মী কল্পনা আক্তার শ্রম আইন সংস্কার ও আন্তর্জাতিক কনভেনশন স্বাক্ষরের জন্য সরকারকে ধন্যবাদ জানান। ইউনূস বলেন, শ্রম অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ তার অগ্রাধিকারে রয়েছে। মানবাধিকারকর্মী নাবিলা ইদ্রিস গুম ও জুলাই গণহত্যার বিচার শুরু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা চারজন পদকজয়ীকে নিজের লেখা বই উপহার দেন এবং নারী উন্নয়ন ও সামাজিক সংস্কারে তাদের ভূমিকার প্রশংসা করেন।