ইউরোপের তিন পরাশক্তি আগস্টের মধ্যে ইরান সংকটের সমাধান না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদে পাঠানো এক যৌথ চিঠিতে জানিয়েছে, তেহরান নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না এলে তারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করবে। চিঠিতে অভিযোগ করা হয়, ইরান অনুমোদিত মাত্রার চেয়ে ৪০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। এই সতর্কতা আসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর, যার পর ইরান আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে।