রবিবার এক দিনের সফরে কাবুলে পৌঁছান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব খুররম আঘা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। কাবুল বিমানবন্দরে আফগান উপস্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানান। নকভি ও আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির বৈঠকে সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা, নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান, মাদক নিয়ন্ত্রণ ও বৈধ সীমান্ত পারাপার বিষয়ে আলোচনা হয়। নকভি বলেন, সন্ত্রাস মোকাবেলায় যৌথ প্রচেষ্টা দরকার এবং পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। হাক্কানি পারস্পরিক সহযোগিতা ও সীমান্ত শান্তিতে যৌথ দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন।