পুরান ঢাকার আরমানিটোলার বাবুবাজার এলাকায় হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। সদরঘাট, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট নয়টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইং জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি বা দাহ্য পদার্থের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অগ্নিকাণ্ড জরুরি সেবার সক্ষমতা ও ভবন নিরাপত্তা মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্ত শেষে ভবনটির নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।