ডিপ লার্নিংয়ের অগ্রদূত ও মেটার প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞানী ইয়ান লেকুন মেটা ছাড়ার পরিকল্পনা করছেন বলে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে। তিনি নিজস্ব একটি নতুন এআই স্টার্টআপ গঠনের জন্য তহবিল সংগ্রহের প্রাথমিক আলোচনা চালাচ্ছেন। ২০১৩ সালে ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ (FAIR) ইউনিটের নেতৃত্ব দিতে মেটায় যোগ দেন লেকুন। মেটা প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সম্প্রতি কোম্পানির এআই কার্যক্রম পুনর্গঠন করে ‘সুপারইন্টেলিজেন্স ল্যাবস’ নামে নতুন বিভাগ গঠন করেছেন, যার নেতৃত্বে রয়েছেন স্কেল এআই-এর সাবেক সিইও আলেক্সান্দ্র ওয়াং। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও টিউরিং পুরস্কারপ্রাপ্ত লেকুন কনভোলিউশনাল নিউরাল নেটওয়ার্ক উদ্ভাবনের জন্য পরিচিত। মেটা আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার এআই অবকাঠামোতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।