Web Analytics

চাঁদপুরের হাইমচর সীমান্তবর্তী নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ এবং ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ জড়িত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড কুয়াশার কারণে অ্যাডভেঞ্চার-৯ দিক নির্ণয় করতে না পেরে জাকির সম্রাট-৩-এ ধাক্কা দেয়। এতে জাকির সম্রাট-৩ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মাঝনদীতে ডুবো অবস্থায় ভাসতে থাকে। পরে এমভি কর্ণফুলী-৯ নামের আরেকটি লঞ্চ দ্রুত এগিয়ে এসে অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা সবাই এমভি জাকির সম্রাট-৩-এর যাত্রী। সংঘর্ষের পর উভয় লঞ্চ ঘটনাস্থল ত্যাগ করে। পরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বরিশাল হয়ে ঝালকাঠি পৌঁছালে পুলিশ সেটি জব্দ করে। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন সদরঘাটে ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!