গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগদানের আগ্রহ প্রকাশ করায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তি রক্ষা প্রচেষ্টায় পাকিস্তানের আগ্রহকে যুক্তরাষ্ট্র অত্যন্ত মূল্যায়ন করছে। তবে ইসলামাবাদ এখনো সেনা পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
রুবিও জানান, একাধিক দেশ গাজায় সেনা পাঠাতে আগ্রহ দেখিয়েছে এবং পাকিস্তান অংশগ্রহণ নিশ্চিত করলে তারা হবে অন্যতম প্রধান অংশীদার। তিনি আরও বলেন, বাহিনী মোতায়েনের আগে কিছু রাজনৈতিক ও কার্যকরী বিষয় স্পষ্ট করা প্রয়োজন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি জানিয়েছেন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (আইএসএফ) অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে নভেম্বর মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছিলেন, ইসলামাবাদ গাজা শান্তি বাহিনীতে সেনা পাঠাতে প্রস্তুত। পর্যবেক্ষকদের মতে, পাকিস্তানের অংশগ্রহণ কূটনৈতিকভাবে ইতিবাচক বার্তা দেবে, তবে আঞ্চলিক প্রতিক্রিয়াও বিবেচনায় রাখতে হবে।