ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা থেকে বিরত থাকার নিশ্চয়তা দেয়, তবে তেহরান পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, পূর্বের হামলাগুলো ব্যর্থ হয়েছে এবং কেবল কূটনীতির মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব নয়। আরাগচি বলেন, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এমনকি ইসরাইলের সঙ্গে সম্ভাব্য সংঘাতেও। তিনি সৌদি আরব এবং আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির কথাও তুলে ধরেছেন। তেহরান ইতিমধ্যেই ২০১৫ সালের পারমাণবিক চুক্তির ইউরোপীয় স্বাক্ষরকারী দেশ ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে আলোচনায় রয়েছে।