জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই এবং যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে প্রতারণার চিহ্ন স্পষ্ট বলে উল্লেখ করেন। তিনি বলেন, মানুষের রক্তের বিনিময়ে আনা পরিবর্তন পুনরায় রক্ত দিয়ে রক্ষা করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের লড়াই চলবে যতদিন ফ্যাসিবাদ থাকবে। যুবকদের সুস্থ, শান্তিপূর্ণ ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই। আমরা সবাইকে আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি।