জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থনে শেখ হাসিনার পতন প্রমাণ করে যে কোনো স্বৈরাচার চিরকাল ক্ষমতায় থাকতে পারে না। কুড়িগ্রামে জুলাই পদযাত্রার পথসভায় তিনি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন এবং কুড়িগ্রামের উন্নয়নের দাবিতে বক্তব্য দেন। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ এখনও প্রতিষ্ঠিত হয়নি এবং কুড়িগ্রাম হচ্ছে বৈষম্যের প্রতীক। পটিয়ায় এনসপি ও ছাত্র আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, ছাত্রদের ওপর হামলা হলে তার পরিণতি ভালো হবে না।