মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দিয়েছেন লেবানন, মিসর ও জর্ডানের মতো দেশে সংগঠনটির শাখাগুলোর উপযোগিতা যাচাই করে প্রতিবেদন দিতে। ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পর সম্ভাব্য তালিকাভুক্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। প্রশাসনের অভিযোগ, এসব শাখা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিচ্ছে এবং হামাসকে আর্থিক সহায়তা দিচ্ছে। রিপাবলিকান ও অতি ডানপন্থি মহল দীর্ঘদিন ধরে সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে। ১৯২০-এর দশকে মিসরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড পরে আরব বিশ্বে প্রভাবশালী আন্দোলনে পরিণত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।