সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে তিনি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস, বীর মুক্তিযোদ্ধা পাণ্ডব চন্দ্র দাস, জামায়াতের দিরাই উপজেলা আমীর আব্দুল কদ্দুস, আশীষ চক্রবর্তী, কৃষক সুধাংশু বিশ্বাস, রাবেয়া মনির, সুষমা পাল ও শারীরিক প্রতিবন্ধী সমরাজ মিয়াসহ আট দলীয় জোটের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহ শেষে শিশির মনির সাংবাদিকদের বলেন, তিনি দিরাই-শাল্লায় একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন চান।
তিনি আরও বলেন, নির্বাচনের শেষ দিন পর্যন্ত সবাই যেন আচরণবিধি মেনে চলে এবং প্রশাসন যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে যাতে কেউ ভয়ভীতিতে না থাকে।