শনিবার রাতে পুরানা পল্টন দলীয় কার্যালয় এক সভার বক্তব্যে মামুনুল হক বলেন, ভারত বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত। আধিপত্যবাদের ঔরসে ফ্যাসিবাদের জন্ম হয় উল্লেখ করে তিনি ভারত কর্তৃক হাসিনাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার নিন্দা জানান এবং অপতৎপরতা বন্ধ করতে বলেন। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ব্যবস্থা নিতে বলেছেন। সাম্প্রতিক সহিংসতা রুখতে সচেতনতা ও সংঘবদ্ধ রুখে দাঁড়ানো প্রয়োজন মনে করেন তিনি। চলমান আন্দোলনে দেশবিরোধী শক্তি প্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করছে, আলোচনা সভায় এমন আশঙ্কা করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।