২০২৬ সালের ১৬ জানুয়ারি অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব জানায়, সামাজিক মাধ্যম ফেসবুকে সংবাদমাধ্যম ‘আমার দেশ’-এর নামে ছড়ানো দুটি ফটোকার্ড ভুয়া। একটি ফটোকার্ডে দাবি করা হয়েছিল, ভোটার নাম্বার সংগ্রহ করতে গিয়ে জামায়াতের নারী কর্মীদের পুলিশে দিয়েছে জনতা। অন্যটিতে বলা হয়েছিল, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি ফয়জুল করীমকে জরুরি ফোন করেছেন। ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, দুটি ফটোকার্ডই নকল এবং ‘আমার দেশ’ এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি।
তদন্তে ডিসমিসল্যাব দেখতে পায়, প্রথম ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি ২০২২ সালের মেহেরপুরের মুজিবনগরে জামায়াতের আট নারী কর্মী গ্রেপ্তারের পুরনো ঘটনার ছবি। দ্বিতীয় ফটোকার্ডে রাজনৈতিক নেতাদের নাম ও প্রতীক ব্যবহার করে মিথ্যা দাবি প্রচার করা হয়েছে। ‘আমার দেশ’-এর অফিসিয়াল ফেসবুক, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এ ধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির সহযোগী সম্পাদক আলফাজ আনাম নিশ্চিত করেন, এসব ফটোকার্ড তাদের নয়।
ডিসমিসল্যাব জানায়, এর আগেও ‘আমার দেশ’-এর নামে একাধিক ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।