নারায়ণগঞ্জের আদালতে শুনানি শেষে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে শুনানির জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানিতে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন আইভী। এ নিয়ে তার বিরুদ্ধে করা মোট পাঁচটি মামলার মধ্যে তিনটিতে গ্রেফতার দেখানো হলো তাকে।