সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এখনো “কালো মেঘ” ঘনিয়ে আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র চলছে। শনিবার নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, শিগগিরই শেখ হাসিনার প্রথম মামলার রায় ঘোষিত হবে, আর এ সময় রায় বা নির্বাচন বানচাল করতে বিভিন্ন পক্ষ সক্রিয়। তার দাবি, আওয়ামী লীগ, পাশ্ববর্তী এক পরাশক্তি এবং কিছু রাজনৈতিক দল এ চেষ্টার সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, সরকার নিরপেক্ষতার কথা বললেও কিছু উপদেষ্টার আচরণ স্পষ্ট পক্ষপাতমূলক। সামনে বিএনপির জন্য বড় সুযোগ আসতে পারে বলে মন্তব্য করে তিনি দলীয় শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান। ক্ষমতায় যাওয়া নিশ্চিত নয় জানালেও তিনি বলেন, আশা রাখতে হবে এবং সবকিছু হালাল ও ন্যায্য পথে করতে হবে। তরুণদের উদ্দেশে বাবর বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে টিকে থাকতে কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা জরুরি। পড়াশোনায় মনোযোগী হয়ে যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।