মুন্সিগঞ্জের কালীরচর সংলগ্ন মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে কিবরিয়া-কানা জহির গ্রুপ ও নৌপুলিশের সংঘর্ষে গুলিতে দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছে। নিহত রিফাত (২৬) ও রাসেল ফকির (২৮) স্থানীয়দের প্রতিবাদের সময় গুলিবিদ্ধ হন। অভিযোগ রয়েছে, কিবরিয়া গ্রুপের সশস্ত্র সদস্য ও পুলিশ গুলি চালায়। গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে এবং ঘটনার তদন্ত চলছে।