বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে। জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন, তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আশা প্রকাশ করেছেন যে ট্রাইব্যুনাল তাদের খালাস দেবে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। তিন আসামির মধ্যে কেবল চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন গ্রেফতার হয়ে আদালতে উপস্থিত আছেন এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।