Web Analytics

বদলি আদেশ অমান্য করে প্রকাশ্যে তা ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআর আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। মঙ্গলবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা কর অঞ্চল-২, ১৫, কুষ্টিয়া, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, রংপুর ও কুমিল্লার বিভিন্ন পর্যায়ের যুগ্ম ও উপ কর কমিশনার পদে কর্মরত ছিলেন। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোশ ভাতা পাবেন। এর আগে ২৪ জুন এনবিআর ভবনে বদলি আদেশকে ‘নিপীড়নমূলক’ দাবি করে প্রতিবাদে আদেশ ছিঁড়ে ফেলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Card image

Related Rumors

logo
No data found yet!