মিরপুরে ককটেল ও খেলনা পিস্তলসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছিল যৌথবাহিনী। শুক্রবার গভীর রাতে মিরপুর ১ নম্বরে একটি চিলেকোঠা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এ দুই ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেফতার ও বহিষ্কৃতরা হলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ও সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক রাজিব বিশ্বাস। পুলিশ জানিয়েছে, কিছু দুষ্কৃতকারী বাড়িটিতে অবস্থান করছে খবর পেয়ে তাদের আটক করা হয়।