বৃহস্পতিবার অনুষ্ঠিত পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯টি পদের মধ্যে সবগুলোতেই জিতেছে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের সদস্যরা। কোনো পদে জিততে পারেনি জামায়াত সমর্থিত ল ইয়ার্স কাউন্সিল প্যানেল। নির্বাচনে অংশই নেয়নি আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৬৭ ভোটারের মধ্যে ৩৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান নির্বাচন কমিশনার। ২২১ ভোট পেয়ে সভাপতি পদে হয়েছেন হুমায়ুন কবির, নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান পেয়েছেন ১৩৭ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।