প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যদি তিনি সাংবাদিক হতেন, তাহলে নির্দ্বিধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি সফরে অংশ নিতেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এনসিপির তেঁতুলিয়া-টু-টেকনাফ যাত্রাকে গণতন্ত্রের নতুন সূচনার প্রতীক হিসেবে উল্লেখ করেন। শফিকুল বলেন, এক সময় বিতর্কিত মনে হওয়া তরুণরাই আজ নতুন উদ্দীপনায় পথে নেমেছেন। এই যাত্রা ইতিহাস নির্মাণের অংশ এবং সাংবাদিকদের জন্য তা অনন্য সুযোগ। তিনি আহ্বান জানান, সংবাদকর্মীরা যেন এ যাত্রাকে দলিল করে তোলেন এবং পরিবর্তনের প্রত্যক্ষ অংশীদার হন।