আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে অসদাচরণ ও পলায়ন অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ গুলো গুরুতর হওয়ায় তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়। এই ব্যবস্থা বিধিমালা ১২ অনুচ্ছেদের অধীনে গ্রহণ করা হয়েছে।