মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য নির্মিত বৈধ একতলা মার্কেটের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দ্বিতীয়তলা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বাজার কমিটির একটি চক্র এই অবৈধ নির্মাণ করে ৪১১ বৈধ দোকান মালিককে বাধার মুখে ফেলে। উচ্ছেদ অভিযানে ফুটপাতও পরিষ্কার করা হয়। ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত দোকান বুঝিয়ে দেওয়ার দাবি জানান। ডিএনসিসি জানিয়েছে, শিগগিরই দোকান হস্তান্তর করা হবে। উচ্ছেদকৃত মালামাল নিলামে তুলে ১ লাখ ২৫ হাজার টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।