Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে পরিচালিত সপ্তাহব্যাপী যৌথ অভিযানে ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ৩০ জানুয়ারি জানায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারি রয়েছে। অভিযানে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড গুলি, ৯৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান পরিচালনার পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে যেকোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!