সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিতে গিয়ে বলেন, ডিজিএফআইয়ের কুখ্যাত বন্দিশালা ‘আয়নাঘর’-এর দেয়ালে কোনো আয়না ছিল না। বুধবার সাবেক ডিজিএফআই পরিচালক মাহবুবুর রহমান সিদ্দিকীর পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলুর জেরায় তিনি এ তথ্য দেন। গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও ১২ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শেষে তাকে জেরা করা হয়।
জেরায় হাসিনুর জানান, ‘আয়নাঘর’ নামটি কেবল একটি ছদ্মনাম, বাস্তবে সেখানে কোনো আয়না ছিল না। তিনি নিজের বিএ নম্বর ও কোর্সের তথ্য দেন এবং বলেন, তার সেনা নথিপত্র নাকি ভারতে হস্তান্তর করা হয়েছে, যদিও তিনি উৎস মনে করতে পারেননি। তিনি প্রসিকিউশনের শেখানো মতে সাক্ষ্য দিয়েছেন—এই অভিযোগ অস্বীকার করেন এবং জানান, লিখিত সমন না পেলেও মৌখিকভাবে হাজির হতে বলা হয়েছিল।
তিনি আরও বলেন, তাকে ৪৩ দিন গুম করে রাখা হয়েছিল এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর একবার ডিজিএফআই ভবনে গিয়েছিলেন বন্দিদের উদ্ধারের জন্য।