চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪২৮ বোতল নিষিদ্ধ অ্যালকোহলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আবুল কালাম (৪৩) ও রাসেল (২৫)। দপ্তরটির পরিদর্শক নাজমুল হোসেন খান এ ঘটনা নিশ্চিত করেছেন। সূত্র বলছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মোটরসাইকেলে বাঁধা দুটি কার্টুন থেকে ৪২৮ বোতল অ্যালকোহল উদ্ধার করে। এগুলো খুবই বিষাক্ত অ্যালকোহল বলে জানিয়েছে দপ্তরের পরিদর্শক।