ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দিয়েছে, যদিও বিষয়টি নিয়ে বোর্ড সভায় কোনো আলোচনা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা একতরফাভাবে সিদ্ধান্ত নেন এবং গভর্নিং কাউন্সিলের সদস্যরাও গণমাধ্যমে খবর প্রকাশের আগে বিষয়টি জানতেন না। বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়।
পরে সাইকিয়া জানান, কেকেআরকে মোস্তাফিজকে ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া এই পেসারকে বাদ দেওয়ার পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দেয়, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাবে না। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বিষয়টি দুই দেশের ক্রিকেট সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে, যদিও বিসিসিআইয়ের সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে এখনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।