বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, যে ভোটাধিকারের জন্য ১৫-১৬ বছর সংগ্রাম করেছেন, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে? কেন নির্বাচন ও ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে? বৃহস্পতিবার এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ১৩ বছর পূর্ণ হয়েছে। ২০১২ সালে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। এই অনুষ্ঠানে রিজভী বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের নামে ৬০ লাখ মামলা। আট মাস ক্ষমতায় আছেন, এসব মামলা তো প্রত্যাহার করা যেত। এর জন্য কিছুই করেননি। আরো বলেন, সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জুনের মধ্যে পেন্ডুলামের মতো দুল খাচ্ছে কেন? অন্তর্বর্তী সরকারকে এটার জবাব দেওয়া দরকার। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্রদের অবদান স্বীকার করে অভিযোগ করেন, তারা প্রশাসন নিয়ন্ত্রণ করছে। ইলিয়াস আলী ও অপর গুম হওয়াদের ফেরত আনতে না পারায় সরকারের জবাব চেয়েছেন তিনি।