বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঘোষণা করেছেন যে দলটি দেশের প্রত্যেক সক্ষম পুরুষ ও নারীর জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। সোমবার দুপুরে কুষ্টিয়ায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশেষ করে যুব সমাজের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।
তিনি বলেন, জামায়াত দেশে বেকারত্ব রাখতে চায় না এবং প্রত্যেকের কর্মের মাধ্যমে তা দূর করতে চায়। শিক্ষাব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে মেধাসম্পন্ন ও মানবিক জাতি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা হবে কর্মমুখী। তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই গর্বের সঙ্গে বলতে পারে—আমি বাংলাদেশি।
শফিকুর রহমান আরও বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এবং বিচার সবার জন্য সমান হবে। কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামায়াত ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।