Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, বিজয় দিবসের মতো জাতীয় দিবসগুলো জাতিকে ঐক্যবদ্ধ করে এবং সংকটের সময়েও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। ১৬ ডিসেম্বর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, দেশে এখনো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত না হলেও এসব দিবস জাতীয় ঐক্যের দৃঢ় বার্তা দেয়।

দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ডাকসু নেতারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন পূর্ণ হয়নি, তবে ইনসাফ ও ন্যায়ের বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে।

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়জুড়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও প্রার্থনার আয়োজন হয়। অনুষ্ঠানে জাতীয় ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!