মার্কিন ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে বলে ৩ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। এই হামলার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য কোনোভাবেই এই অভিযানে জড়িত নয় এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মাদুরোকে আটক করার বিষয়ে কথা বলেননি। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক মার্কিন সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুতাভো পেত্রো জাতিসংঘকে অবিলম্বে বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়ে ভেনেজুয়েলা সীমান্তে বাহিনী মোতায়েনের কথাও জানান। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এই হামলাকে অপরাধমূলক আক্রমণ হিসেবে নিন্দা জানিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রত্যাশা করেন। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ-বিসেসার ভেনেজুয়েলার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলেন।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের উচিত এই আক্রমণ নিয়ে কথা বলা।