Web Analytics

২০২৬ সালের ১৪ জানুয়ারি রাজধানীতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানার পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

যাত্রাবাড়ী থানায় নয়জন, রূপনগরে ছয়জন, শেরেবাংলা নগরে ছয়জন, কলাবাগানে একজন এবং মতিঝিলে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুরোনো মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই অভিযান ডিএমপি’র বিশেষ অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে রাজধানীর একাধিক এলাকায় তল্লাশি চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!