বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে নয়জনকে পুশইন করেছে বিএসএফ। ভারতের বাহিনীর ঠেলে দেওয়া লোকদের মাঝে দুই শিশুও রয়েছে। আটজনের বাড়ি খুলনা বাগেরহাট এবং একজনের বাড়ি ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামে বলে জানা গেছে। বিজিবি জানায়, চেন্নাই পুলিশের ধাওয়া খেয়ে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। সীমান্ত এলাকায় আসতেই বৃহস্পতিবার সকালে ভারতের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরে পুশইন করে! খবর পেয়ে বিজিবি তাদের আটক করেছে।