নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত জমিতে নির্মিত ৩০–৩৫ বছর পুরনো বাইতুস সালাম জামে মসজিদ ভেঙে বাণিজ্যিক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ব্যবসায়ী শহিদুল ইসলামের বিরুদ্ধে। শিল্পপতি হাজী সালাউদ্দিন মিয়া নিজ অর্থায়নে মসজিদটি নির্মাণ করে সাত শতাংশ জমি ওয়াকফ করেছিলেন। সম্প্রতি পুনর্নির্মাণের কথা বলে মসজিদটি ভাঙা শুরু করলে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন এবং ওয়াকফ প্রশাসকসহ সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেন। সালাউদ্দিন মিয়ার পরিবার অভিযোগ করেছে, শহিদুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছেন। স্থানীয় নেতারা ও বাসিন্দারা মসজিদ ভাঙা বন্ধে উদ্যোগ নেন। পুলিশ জানিয়েছে, মসজিদটি থাকবে এবং উভয় পক্ষকে মিলে উন্নয়নমূলক কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শহিদুল ইসলাম দাবি করেছেন, তিনি জমির মালিক এবং ভবনের নিচের দুটি তলা মসজিদ হিসেবেই থাকবে।