চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান চত্বরে এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকার গত দেড় যুগেরও বেশি সময় ধরে আপনাদের নির্যাতন করেছে। এনসিপি আপনাদেরকে সঙ্গে নিয়ে সত্যিকারের বাংলাদেশ গড়বে। এর আগে এনসিপির নেতা ডা. তাসনিম জারা বলেন, এনসিপির কার্যক্রম গতিশীল করতে সারা দেশে পথসভা হচ্ছে। এনসিপির কার্যক্রম যাতে তৃণমূল পর্যন্ত পৌঁছায় সেই কাজ চলছে। আরও বলেন, নতুন একটা বাংলাদেশ আপনাদের সঙ্গে নিয়ে গড়ব। জুলাই আন্দোলনে নারীরা সামনে থেকে লিড দিয়েছেন। আগামীর বাংলাদেশে এভাবে সামনে থেকে কাজ করতে হবে। সেটা সম্মিলিতভাবে করা প্রয়োজন।