সফরের দ্বিতীয় দিন সকালেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপরে বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। দুপুরে যাবেন কক্সবাজারে। সেখানে রোহিঙ্গাদের বর্তমানে দেখভালের বিষয়ে তাকে অবহিত করা হবে। অর্থ কমতির ইস্যুটি গুরুত্ব পাবে। দেখা করবেন স্থানীয় বাসিন্দাদের সাথেও। ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। তার সফর সঙ্গী হবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।