Web Analytics

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়াই মেইন গেটে পাকিস্তানের পতাকা আঁকাকে কেন্দ্র করে সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত একটার দিকে শিক্ষার্থীরা পতাকা আঁকা শুরু করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বাধা দেয়, কিন্তু বিতর্কের পর শিক্ষার্থীরা কাজ সম্পন্ন করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষোভ প্রকাশ করেছে।

ঘটনার প্রতিবাদে রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল (জসদ) বিক্ষোভ মিছিল করে। আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা পাকিস্তানবিরোধী নানা স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ক্যাম্পাসে বিদেশি কোনো পতাকা আঁকতে প্রশাসনের অনুমতি প্রয়োজন। অনুমতি না নিয়েই পতাকা আঁকার কারণে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!